মুখ - মুখোশের আড়ালে
চলতে চলতে আজ ভুলেই যাই যে কোনটা সত্যি মুখটা নাকি মুখোশ টা,মুখই যদি সত্যি হবে তাহলে সত্যে তার ভয় কিসের? কিন্তু মুখের সামনে সত্যি টা কেউ মানতেই পারছে না অথচ মিথ্যে কিন্তু দিব্বি বিশ্বাস যোগ্যতায় উত্তীর্ণ. আসলে এখন মোড়ক টাই তো জীবনের সব...ভাঙ্গাচোরা খারাপ -- অপার কৃত্রিমতায় সে আকর্ষণীয় আর পরিপূর্ণ. আর মোড়কহীন মলিন তাই সত্য হলেও ব্যর্থ,কারণ সাজানো গোছানো সুন্দরের মোহো অনিবার্য. সেই মোহোই তো বলছে এই বেশ ভালো আছি ভালো শুনছি ভালো খাচ্ছি ভালো মাখছি আর কি চাই..এতই যদি ভালো তাহলে এত ঘুন ধরছে কি করে ? শরীরে ক্যান্সার সে তো নয় বুঝলাম কিন্তু মনের ক্যান্সার ?? সেও কি আর কোনো দিনও সারবে? বিশ্বাস ব্যবস্থা টাই যে অন্দরে অন্দরে উল্টে গেছে, অন্তরেও তাই সেই বিষপোকার আনাগোনার পথ মসৃন হয়েছে কালে দিনে..সুতরাং এখনকার মতো মুখোশ ই সত্যি... আর তারপরেও মুখোশ ও একদিন সরে যাবে সেটাই সত্যি....
Comments
Post a Comment