ভোরের শিউলি
শিউলির গন্ধমাখা ভোর আজ ও এক নষ্টালজিয়া .. যাতে মিশে আছে ছোটবেলার সবটুকু নির্যাস বাড়ির ছাদে ভোরের আলো ফোটার আগে জড়ো হয়ে যেতাম আমরা ক জন ..ছোট্টবেলার পুতুল খেলার সঙ্গিনীরা তারপর গাছ নাড়িয়ে সমস্ত ফুল মাটিতে ফেলে ফুলের চাদরে ছেয়ে যেত চারপাশ সে এক অদ্ভুত এক নৈসর্গিক আনন্দ. মহালয়ার ভোরে ভেসে আসতো '' শান্তি দিলে ভরি দুঃখ রজনী গেলো তিমির হরি ...'' শুরু হয়ে যেত শিউলির মালা গাঁথা.. কার ঝুড়ি তে কত ফুল কার মালা কতটা লম্বা তা নিয়ে চলতো প্রতিযোগিতা.. অদ্ভুত ছায়ার মতো দৃশ্যপট চলে যায় চোখের সামনে দিয়ে দেখতে পাই বাড়ির ছাদময় ছড়িযে রয়েছে আমাদের ছোটবেলা .. অমূল্য সেসব স্মৃতি আজকের চলার সম্পদ ..অলস নিস্তরঙ্গ দুপুরের পরম প্রাপ্তি..আজকের শৈশব এর কাছে শিউলী গন্ধ-বর্ণ সবই অধরা কারণ শিশু কে শৈশবের সাথে পরিচিত করিয়ে দেবার মানুষ হারিয়ে যাচ্ছে ইট -কাঠের জঙ্গলে তবু ও মনে আশা ফিরে আসুক সবখানের নির্মলতা..