গড়বেতা # গনগনি# বাংলার একমাত্র শুস্ক নদীখাত



ছোটবেলায় পড়া বই এর পাতা যদি উঠে আসে চোখের সামনে কেমন লাগবে?? টিফিনের পরের পিরিয়ড ঘুম ঘুম চোখে ভূগোল ক্লাস - বায়ু বা নদী ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনায় যত ই বৈচিত্রপূর্ণ হোক না কেন তা কিছুতেই আটকে রাখতো না পড়ুয়া মন কে . কিন্তু সেই প্রকৃতিই যদি তার রূপ-রস-গন্ধ-বর্ণ নিয়ে হাজির হয় চোখের সামনে সেই  অনুভূতি সত্যি শিহরণ জাগানো




আর এই প্রাকৃতিক নিদর্শন প্রত্যক্ষ করতে আপনাকে আসতেই হবে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় অবস্থিত গনগনি তে ..শিলাবতীর নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট গিরিখাত বা ক্যানিয়ন .. ক্যানিয়ন শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমেরিকায় কলোরাডো নদীর উপরে সৃষ্ট বিখ্যাত গ্রান্ড ক্যানিয়ন ..

কিন্তু বাংলার এই নদীখাতে দীর্ঘদিনের ক্ষয়কার্যের ফলে ল্যাটেরাইট মৃত্তিকায়  প্রাকৃতিক শিল্পকর্মের সৃষ্টি হয়েছে - কোথাও পিরামিড আকৃতি আবার কোথাও স্তম্ভ বা গম্বুজ অথবা খিলান বা গুহা গড়ে  উঠেছে  শুস্ক নদীখাতে ..তাই ছোট্ট বন্ধুরা যারা পড়াশোনার মধ্যে রয়েছ তারা শুধু মাত্র বই এর পাতায় বদ্ধ না থেকে শীতের ছুটি তে অবশ্যই দেখে নাও প্রকৃতির এই প্রকৃষ্ট উদাহরণ..


কিভাবে আসবেন : -

হাওড়া ,সাঁতরাগাছি  ও শালিমার স্টেশন থেকে গড়বেতা আসছে ১২৮৮৩ রূপসী বাংলা এক্সপ্রেস, ২২৮৬১ শালিমার - আদ্রা রাজ্য রানী এক্সপ্রেস (সোম ,শুক্র ,শনি) , ১২৮৮৫ আরণ্যক এক্সপ্রেস সহ আরো দু একটি ট্রেন..এছাড়াও সড়ক পথে আসার জন্য রয়েছে ধর্মতলা থেকে দ:বঙ্গ পরিবহন নিগমের বাস..

থাকার ঠিকানা :-
* ষ্টার গেস্ট হাউস ফোন : ৮১০১২৮০৩৯৮ নন এসি ঘরের (দ্বি শয্যা)  ভাড়া ৩৫০ - ১০০০ টাকা , এসি ঘরের (দ্বি শয্যা)  ভাড়া ১৫০০/=

* সোনা ঝুড়ি গেস্ট হাউস  ফোন ৯৫৪৭৫১৪০৩০  নন এসি ঘরের (দ্বি শয্যা)  ভাড়া ৫০০-৬০০,  এসি ঘরের (দ্বি শয্যা)  ভাড়া ৯০০ - ১০০০ /=

https://youtu.be/OhPU-UQjZJQ

Comments