ঝড়ের নাম উমপুন্
আজ নিয়ে তিনদিন হলো --সম্পূর্ণ অন্ধকারে বসবাস করছি , বিদ্যুৎ নেই - ফলে জল নেই; মোবাইলে নেটওয়ার্ক নেই . জীবনে অনেক ঝড় দেখেছি ঝড় এসেছে আবার চলেও গেছে ; আবার অনেক সময় অনেক ঘটনায় মনে হয়েছে যেন ঝড় বয়ে গেলো সেই ঝড় বয়েও গেছে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু গত ২০ শে মে ২০২০ ঘটনা একটু অন্যরকম , জীবনে অনেক বার সমুদ্রের পাড়ের পার্শ্ববর্তী হোটেলে ছুটি কাটিয়েছি শুধুমাত্র রাতভর সমুদ্রের গর্জন শুনবো বলে --আজ হঠাৎ মনে হচ্ছে কি অদ্ভুত ভয়াল বিলাসিতা ;হ্যাঁ উপভোগ করেছি ঘুমিয়ে পড়েছি আর সেদিন সমুদ্র থেকে প্রায় কমবেশি ২০০ কিমি দূরে থেকে সমুদ্রের গর্জন শুনলাম ঘরে বসে মনে হয়েছে এক একটা সফেন ঢেউ তীব্র হুঙ্কারে আছড়ে পড়ছে পাড়ে ..কখনো মনে হচ্ছে জানলা দরজায় কেউ সশব্দে ডাকছে --২০ তারিখ রাত আট টার পর থেকে আর কারো সাথেই যোগাযোগ করা যায়নি বাইরের খবর পাওয়ার একমাত্র উপায় সংবাদ পত্র কিন্তু সেখানেও খবরের পরিমান নেহাত ই সীমিত ..চারপাশের পরিস্থিতি খুব ই এলোমেলো তাই মাথায় চিন্তা গুলো ও অগোছালো ভাবে আসছে -- গতকাল রাতে হঠাৎ করে প্রাণ ফিরে এলো ঘরের এককোণে বহুদিন ধরে পরে থাকা টেবিল ল্যাম্প টায় ..সত্যি মূল্যহীন কোনো ক